Latest Movie :
Recent Movies

Super Hit Bollywood Songs Of Raj Kapoor Vol - 2

HO JA TU NAIRAY NACHAY NAGIN

Jibon Shimante (জীবন সীমান্তে) । Bangla Movie । Shabnur, Ferdous

Jibon Shimante (জীবন সীমান্তে) । Bangla Movie । Shabnur, Ferdous

NOOR JAHAN ZINDAGI KAY SAFAR MEIN AKELAY ZEBA MUHAMMAD ALI 10Yout...

American Pie টাইপের আর কিছু মুভির নাম, আপনার জন্য! (১৮+)------1

আমরা American Pie মুভি দেখে মজিনি এমন লোক খুজে পাওয়াই মুসকিল। আমার সবচাইতে প্রিয় মুভির তালিকায় শির্ষে
। তাই আমি আজ এমন আর কিছু মুভির লিষ্ট নিয়ে আসলাম যা শুধু আপনাদের জন্য। সো উপভোগ করুন American Pie টাইপের আরো কিছু মুভির নাম। গুগোল থেকে মিডিয়া ফায়ার এর লিংক খুজে ডাউললোড করেনিন। সামনে আমি আর কিছু হট আর (১৮+) মুভি রিভিউ নিয়ে আসতেছি। আমার সাথেই থাকুন।



American Pie 2 (2001)
American Pie 2 (2001) link

American Wedding (2003)
 Amerian Wedding (2003) link




American Pie Presents: Band Camp (2005)
 American Pie Presents : Band camp (2005) Link

বই চোর (মুভি রিভিউ)


বই চোর (মুভি রিভিউ)




আমি যখন বইটি হাতে পেয়েছিলাম তখন বই খোর'রা অলরেডি সবাই এটা পড়ে ফেলেছে। এমনকি মুভিটা তারা এবং আমিও দেখে ফেলেছি। তারপরও আমি পড়লাম, মুগ্ধ হলাম, নিজেকে ধিক্কার দিলাম এত দেরি করে পড়বার জন্য। আমি যখন বইটা পড়ি তখন ফেস বুকে একটা স্টাটাস দিয়েছিলাম, ওখানে প্রিয়ভাষিনী প্রিয়তমেষূ লিখেছিলেন 'বই চোর'। তখনই মনে হল বইটার/ মুভিটার রিভিউ লিখলে শিরোনাম The Book Thief না লিখে লিখবো 'বই চোর'। আজকের মুভি রিভিউ 'বই চোর/ The Book Thief'।




আইএমডিবি রেটিংঃ ৭.৬
পরিচালকঃ ব্রায়ান পার্সিভ্যাল
মূল লেখকঃ মার্কুস জুস্যাক (উপন্যাস)
চিত্রনাট্যঃ মাইকেল পেট্রনি
অভিনয়েঃ সোফি নেলিস্, জিওফ্রে রাশ, এমিলি ওয়াটসন, প্রমুখ...
মুভি দৈর্ঘ্যঃ ১৩১ মিনিট
মুক্তির তারিখঃ ২৭ নভেম্বর ২০১৩
ছবির ধরণঃ নাটক, যুদ্ধ




কাহিনী সংক্ষেপঃ ১৯৩৮ সালে লিজেল মিমিঙ্গার (সোফি নেলিস্) তার মা ও ভাই সাথে ট্রেনে যাবার পথে ভাই টি মারা যায়, ভাইয়ের সমাধি স্থান থেকে লিজেল The Grave Digger's Handbook নামের একটি বই চুরি করে, মজার ব্যাপার হলো তখনও সে পড়তে বা লিখতে পারে না।বারো বছরের লিজেল ছোট একটি শহরে হিমেল স্ট্রিট নামক স্থানে তার পালক বাবা হান্স হোবারম্যান(জিওফ্রে রাশ) ও মা রোজ হোবারম্যান(এমিলি ওয়াটসন) কাছে হস্তান্তর হয়, সেখানে তার ভাইয়েরও আসার কথা ছিল। তার পালক বাবা চিত্রশিল্পী এবং অ্যাকর্ডিয়ন প্লেয়ার ও মা ধোপার কাজ করে থাকেন।
প্রতিবেশী ছেলে রুডি স্টেনার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে লিজেলের। প্রাণচঞ্চল রুডি নানা অযুহাতে লিজেলের কাছে একটি চুম্বন আশা করে, লিজেলও কৌশলে তাকে ফিরিয়ে দেয়।




অন্য দিকে হান্স জানতে পারেন লিজেল পড়তে পারেন না, তিনি লিজেল কে পড়ানো শুরু করেন এবং বাড়ীর বেসমেন্টের দেয়ালে লেখা তার ডিকশোনারি'টি দেখান ও শিখিয়ে দেন কিভাবে এটা আপডেট করতে হয়। এদিকে যুদ্ধের ডামাডলে তাদের বাড়ীতে ম্যাক্স নামের ইহুদি একটি ছেলে এসে হাজির হয় (হান্সের বন্ধুর ছেলে যিনি হান্স কে বাঁচাতে যেয়ে নিজে মৃত্যুবরন করেন)। অসুস্থ ম্যাক্সের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে লিজেলের।
লিজেলের ব্যাস্ততা বেড়ে যায়। শহরের মেয়রের বাসায় কাপড় দেওয়া নেওয়ার দায়িত্ব পড়ে তার। মেয়রের স্ত্রী আগেই আবিস্কার করেছিল লিজের বই প্রিতির বিষয়টি একটি বই পোড়ানো উৎসবে। লিজেলকে দেখে তিনি খুশি হন এবং তাদের লাইব্রেরীতে যাতায়াতের অনুমদন দেন। কিছু দিনের ভিতরে মেয়রের চোখে বিষয়টি ধরা পড়ায় বই পড়া ও ধোপার কাজ বন্ধ হয়ে যায়।




ম্যাক্স আরো বেশি অসুস্থ হয়ে গেলে তার ভালো হয়ে ওঠার প্রার্থনায় লিজেল পাশে বসে বই পড়া শুরু করে। আর এই বই সে সংগ্রহ করা শুরু করে মেয়রের বাড়ী থেকে, যদিও পড়া শেষ হলে তা আবার ফেরত দেয়। ম্যাক্স এক সময় সুস্থ হয়ে ওঠে এবং লিজেলদের নিরপত্তার কথা ভেবে চলে যায়। লিজেল তখন লেখা শুরু করে তার ডাইরি, এটা সে উপহার পেয়েছিল ম্যাক্সের কাছ থেকে।




হান্সকে যুদ্ধে যেতে হয় বাধ্যতামূলক, ফিরেও আসেন তিনি এক পা হারিয়ে। এদিকে মিত্র বাহিনী রাতে জার্মানিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হামলার সময় সয়য় সাইরেন বাজানো হয় এবং সবাই বাংকারে চলে যায়। একদিন হামলার সময় সাইরেন বাজে না, বোমার আঘাতে তচনচ হয়ে যায় হিমেল স্ট্রিট।




কি হয় লিজেলের? বাবা মায়ের? রুডি কি চুম্বন করতে পেরেছিল? ম্যাক্স কি কখনো ফিরে এসেছিল? মুভিটি দেখলেই জানা যাবে সব প্রশ্নের উত্তর।

মুভি টি কেন দেখবেনঃ
মুভিটি মূলত যে উপ্যনাস থেকে বানানো হয়েছে সেটি সমন্ধে উইকি তে লেখা আছে - the book has won numerous awards and was listed on The New York Times Best Seller list for over 230 weeks। সুতরাং কাহিনী কতটা সুন্দর হতে পারে বুঝহতেই পারছেন।
মুভিতে অভিনয় করেছেন পাপা/হান্স (বাবা) চরিত্রে জিওফ্রে রাশ, তার অভিনয় খ্যাতি নিয়ে কিছু লেখা আমার সাজে না, শুধু লিখতে পারি এই সৎ,দয়ালু, কোমল চরিত্রকে তিনি ১০০% ফুটিয়ে তুলেছেন। তার অভিনয়ের সাথে আমার পরিচয় Shine মুভি থেকে। তারপর Shakespeare in Love, Quills, The King's Speech ছবিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে। Pirates of the Caribbean এ ক্যাপ্টেন বারবোসা'কে কেনা চেনে।

মুভিতে অভিনয় করেছেন মামা/রোজ (মা) চরিত্রে এমিলি ওয়াটসন। ছবির শুরুতে মনে হবে এমন রুড মহিলা কেমনে কি...!! যত সময় যাবে তত তার হৃদয়ের গভিরতারও খোঁজ পাওয়া যাবে। ম্যাক্স সুস্থ হলে লিজেলের স্কুলে তার চলে আসা যে কোন মানুষকেই মুগ্ধ করবে। মুগ্ধ করবে তার মাতৃত্যবোধ।

মুভিতে অভিনয় করেছেন লিজেল চরিত্রে সোফি নেলিস্। আগে কখনো দেখি নাই। তবে ১২/১৩ বছরের ছোট মেয়েটি তার অভিনয়ের গুনাগুন সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। হরিনী চোখের অধিকারী এই মেয়ের অভিনয় আপনাদের ভালো লাগবে।





  ২য় বিশ্বযুদ্ধের সময়ের কাহিনী নিয়ে এটা একটি ক্লাসিক্যাল মুভি।
Motion Picture Rating (MPAA)-
Rated PG-13, সো নির্ভাবনায় অনায়াসে দেখে ফেলুন।





https://www.youtube.com/watch?v=RVzLPAUR4XU





নোট- ডাউনলোড
লিংক গুলো ভাইরাস মুক্ত নাও হতে পারে (ধুস)।
সকল তথ্য আইএমডিবি, উইকি, ইউটিউব, গুগল... থেকে নেওয়া হয়েছে।
বইয়ের সাথে মুভিটির বেশ কিছু পরির্বতন রয়েছে।

সংগৃহীত-----

 

Sholay 3D [SCAM] Hindi Movie 2014

The cult classic tale of friendship, love and revenge returns to 70 mm with enhanced picture and sound quality. In the small village of Ramgarh, the retired policeman Thakur Baldev Singh (Sanjeev Kumar) summons to a pair of small-time thieves that he had once arrested. Thakur feels that the duoVeeru (Dharmendra) and Jai (Amitabh Bachchan)would be ideal to help him capture Gabbar Singh (Amjad Khan), a dacoit wanted by the authorities for a INR50,000[a] reward. Thakur tells them to surrender Gabbar to him, alive, for an additional INR 20,000 reward. 
Movie Information
Released : Jan 3, 2014
Genre : Action, Drama, Romance
Starcast : Dharmendra, Amitabh Bachchan, Hema Malini, Sanjeev Kumar, Amjad Khan, Jaya Bachchan, A.K. Hangal, Satyen Kappu, Mac Mohan, Sachin Pilgaonkar, Jagdeep, Asrani, Leela Mishra, Viju Khote , Vikas Anand, Mushtaq Merchant, Raj Kishore, Gita Siddharth, Helen
Duration : 3:24
Size : 245mb
Source : SCAM 
DOWNLOAD THE MOVIE
Sholay-SCAM-AHMAD-1.avi ( 35367 hits ) 119.0 MB
 CLICK HERE TO DOWNLOAD from ServerA4
CLICK HERE TO DOWNLOAD from ServerE2

CLICK HERE TO DOWNLOAD from ServerB4

CLICK HERE TO DOWNLOAD from ServerB1

CLICK HERE TO DOWNLOAD from ServerA2

CLICK HERE TO DOWNLOAD from ServerA1

CLICK HERE TO DOWNLOAD from ServerE4

CLICK HERE TO DOWNLOAD from ServerB3

CLICK HERE TO DOWNLOAD from ServerD1

CLICK HERE TO DOWNLOAD from ServerB2

CLICK HERE TO DOWNLOAD from ServerD3

CLICK HERE TO DOWNLOAD from ServerD4

CLICK HERE TO DOWNLOAD from ServerE1

CLICK HERE TO DOWNLOAD from ServerC2

CLICK HERE TO DOWNLOAD from ServerE3

CLICK HERE TO DOWNLOAD from ServerC4

CLICK HERE TO DOWNLOAD from ServerC3

CLICK HERE TO DOWNLOAD from ServerA3

CLICK HERE TO DOWNLOAD from ServerC1

CLICK HERE TO DOWNLOAD from ServerD2

Sholay-SCAM-AHMAD-2.avi ( 23379 hits ) 126.1 MB
Powered by Blogger.
 
Support: FB Fan Page | Movie Request
Copyright © 2011. মুভি - All Rights Reserved